Globe Securities Ltd. | Email update ;

বিও একাউন্ট কোডে ইমেইল আপডেট করার পদ্ধতিঃ

ভিডিওতে দেখুন :


ধাপ-১

আপনার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে আপনার অনলাইন প্রোফাইলে লগইন করুন। আপনি My Profile ট্যাব দেখতে পারবেন। এখন My Profile ট্যাব এ ক্লিক করুন।

ধাপ-২

আপনি আপনার My Profile Page এ প্রবেশ করবেন। এখন “Update BO Email” এই ট্যাব এ ক্লিক করুন।

ধাপ-৩

নিচের মত একটি Page দেখতে পাবেন।

ধাপ-৪

আপনি যে কোডের ইমেইল তথ্য পরিবর্তন করতে চান সেই কোডটি দিন। তারপর “Check Eligibility” বাটন এ ক্লিক করুন।

ধাপ-৫

আপনি যদি Eligible না হন তাহলে নিচের মত একটি Error Message দেখতে পারবেন।

ধাপ-৬

আর যদি Eligible হন তাহলে নিচের মত Success Message দেখতে পাবেন।

ধাপ-৭

“Update Email For” এর অর্থ হল আপনি ‘First Holder’ এর তথ্য নাকি Authorized এবং Power of Attorney এর তথ্য পরিবর্তন করতে চান সেটা। আপনি যার তথ্য পরিবর্তন করতে চান সেটিতে ক্লিক করুন।

ধাপ-৮

এখন এই কোড এর First Holder এ পূর্ববর্তী যে ইমেইল আছে সেটি দিন। তারপর Submit Button ক্লিক করুন।

ধাপ-৯

কিন্তু আপনি যে বিও কোডটির ইমেইল তথ্য আপডেট করতে চান সেই কোডের First Holder এ যদি বর্তমান ইমেইল না মেলে তাহলে আপডেট করতে পারবেন না। আর যদি ইমেইল ঠিক থাকে এরকম একটি Success Message দেখতে পাবেন।

ধাপ-১০

এখন আপনি আপনার ইমেইল চেক করুন। আপনি এরকম একটি message দেখতে পাবেন। এখন “Proceed Button” এ ক্লিক করুন।

ধাপ-১১

যদি আপনার অনলাইন প্রোফাইলে লগইন করা না থাকে তাহলে গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এর অনলাইন প্রোফাইলের User ID ও Password দিয়ে “Update” বাটনে ক্লিক করুন।

ধাপ-১২

তারপর নিচের মত একটি Success Message দেখতে পারবেন।

ধাপ-১৩

আর যদি আগে থেকেই লগইন করা থাকে তাহলে এরকম Success Message দেখতে পারবেন।

**গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এর সাথে থাকার জন্য ধন্যবাদ।