Globe Securities Ltd. | Blog ;
24 Oct

পতন ঠেকাতে পুঁজিবাজারে আজ থেকেই বড় ধরনের বিনিয়োগ

চলতি দরপতনকে সাময়িক বলে মন্তব্য করেছেন বাজার সংশ্নিষ্টরা। তারা জানান, বাজারে কিছুটা তারল্য সংকট আছে। আগামী সপ্তাহে এনবিআর চেয়ারম্যান বিদেশ সফর থেকে ফিরলে চীনা জোটের কাছে শেয়ার বিক্রির ওপর কর ছাড়ে প্রজ্ঞাপন জারি করবে সংস্থাটি। এ টাকা আগামী সপ্তাহ থেকে বাজারে আসবে।

10 Oct

বদলে যাবে দেশের পুঁজিবাজার

শিগগিরই বিনিয়োগকারীদের সেবা স্বয়ংক্রিয় ফ্রেমওয়ার্কে আনার উদ্যোগ নেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেনে প্রযুক্তিগত উন্নয়ন, পণ্যের উন্নয়ন ও বাজারের বিভিন্ন বিষয়ের উন্নয়নকে গুরুত্ব দিতে ৩ কোটি ৭০ লাখ ডলারের প্রযুক্তিগত সহায়তা (টেকনিক্যাল সাপোর্ট) দেবে চীনা কনসোর্টিয়াম।

3 Oct

শেয়ার বাজারে শুরু করতে পারেন ডে ট্রেডিং

ক্ষুদ্র ও বড় যে কোনো ধরনের বিনিয়োগকারী ইচ্ছা করলেই ডে ট্রেডিং করতে পারে এতে কোনো বাধা নেই।তবে শুধু মাত্র শেয়ার বাজারের উপর নির্ভরশীল অধিকাংশ বিনিয়োগকারী ই ডে ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন।