Globe Securities Ltd. | Blog ;
24 Oct

পতন ঠেকাতে পুঁজিবাজারে আজ থেকেই বড় ধরনের বিনিয়োগ

চলতি দরপতনকে সাময়িক বলে মন্তব্য করেছেন বাজার সংশ্নিষ্টরা। তারা জানান, বাজারে কিছুটা তারল্য সংকট আছে। আগামী সপ্তাহে এনবিআর চেয়ারম্যান বিদেশ সফর থেকে ফিরলে চীনা জোটের কাছে শেয়ার বিক্রির ওপর কর ছাড়ে প্রজ্ঞাপন জারি করবে সংস্থাটি। এ টাকা আগামী সপ্তাহ থেকে বাজারে আসবে।

30 Sep

শেয়ার বাজারে চার্ট এনালাইসিস কি এবং কেন?

শেয়ার বাজারে বাই সেল তথা ট্রেড করার আগে বিনিয়োগকারীরা যার যার বুদ্বিমত্তা দিয়ে বিচার বিশ্লেষন করে থাকে।কোনো কিছু নিয়ে গবেষনা বা বিশ্লেষন করাকেই ইংরেজিতে এনালাইসিস বলা হয়।শেয়ার বাজার ফরেক্স সহ যেকোনো ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে এনালাইসের উপরই নির্ভর করে ব্যর্থতা ও সফলতা।

25 Sep

বিনিয়োগের লক্ষ্য ঠিক করুন: পর্ব-০২

যখন শেয়ার মার্কেটে বিনিয়োগ করার কথা আপনার মাথায় আসবে তখন আপনি ভাবুন কি কারণে আপনি শেয়ার মার্কেটেই বিনিয়োগ করবেন এবং এখান থেকে কি পেতে চাচ্ছেন।

12 Sep

শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা কিভাবে ভালো শেয়ার কিনবেন জেনে নিন টিপস

শেয়ার ব্যবসা করতে চান? তাহলে শেয়ার কেনার আগে আপনাকে অবশ্যই কিছু বিষয়ের ওপর লক্ষ্য রাখতে হবে। বিশেষজ্ঞদের মতামত এবং দেশ-বিদেশের বাজারের অভিজ্ঞতার আলোকে শেয়ার ব্যবসায় আগ্রহীদের জন্য কিছু মৌলিক বিষয় তুলে ধরেছে।

9 Jul

সফল শেয়ার ব্যবসায়ী হতে হলে যে ৫ গুন থাকতে হবে

একজন সফল শেয়ার ব্যবসায়ী হতে হলে পাঁচটি মূল বৈশিষ্ট্য থাকতে হবে যা প্রত্যেক বিনিয়োগকারীর অর্জন করা উচিৎ।

20 Jun

একনজরে শেয়ারবাজারের ১৭ সূত্র

শেয়ারবাজারের বিভিন্ন সিকিউরিটিজ বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বেশকিছু সূত্র বের করেছেন যাকে সিকিউরিটিজে বিনিয়োগের স্বর্ণসূত্র বলা হয়েছে

19 Jun

বিনিয়োগে যে ৯ বিষয় জরুরী

পুঁজিবাজারে বিনিয়োগ করতে চাইলে একজন নতুন বিনিয়োগকারীকে ৯ বিষয় মনে রাখতে হবে। তাহলেই হয়ত হয়ে উঠতে পারবেন একজন সফল বিনিয়োগকারী।

29 Mar

শেয়ারবাজার কী? এটা কীভাবে কাজ করে?

শেয়ার বাজার এমন একটি স্থান যেখানে বিভিন্ন দায়বদ্ধ পাবলিক লিমিটেড কোম্পানি যারা স্টক একচেঞ্জে নিবন্ধিত হয়ে তাদের শেয়ার বেচা কেনা করে, একে পুঁজি বাজার ও বলা হয়।

18 Mar

টেকনিক্যাল এনালাইসিস (Technical Analysis)

টেকনিক্যাল এনালাইসিস মূলত একটি শেয়ারের দামের পরিবর্তন (Price Movement) এবং গতিপ্রকৃতি লক্ষ্য করে ভবিষ্যতে একটি শেয়ারের মূল্য কেমন হতে পারে সেই বিষয়টি অনুমান করা।

6 Mar

শেয়ার ব্যবসা করতে চাইলে শিখে নিন টেকনিক্যাল এনালাইসিস

মূলত কোন একটি বিষয় নিয়ে বিষদ বিশ্লেষন বা গবেষনাই এনালাইসিস তাহলে শেয়ার বাজারে কোন একটি কোম্পানির শেয়ার নিয়ে বিষদ বিশ্লেষন বা গবেষনাকেই শেয়ার এনালাইসিস বলা হয়।