Globe Securities Ltd. | Blog ;
18 Sep

শেয়ার বাজারে বিনিয়োগের পদ্ধতিঃ পর্ব-০১

সচেতন বিনিয়োগকারীর বৈশিষ্ট্য হচ্ছে বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে সে যা শুনবে, জানবে তা যাচাই করে সেইসব বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাই তথ্য নিয়ে মার্কেটে সরাসরি এসে বিনিয়োগপূর্ব যাচাই বাছাই অর্থাৎ সার্ভে করার কাজ আপনাকে করতে হবে।

29 Mar

শেয়ারবাজার কী? এটা কীভাবে কাজ করে?

শেয়ার বাজার এমন একটি স্থান যেখানে বিভিন্ন দায়বদ্ধ পাবলিক লিমিটেড কোম্পানি যারা স্টক একচেঞ্জে নিবন্ধিত হয়ে তাদের শেয়ার বেচা কেনা করে, একে পুঁজি বাজার ও বলা হয়।

1 Mar

শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহীদের প্রাথমিক করনীয়

যেখানে বিনিয়োগ করবেন সেখানে কীধরনের ঝুকিঁ (Risk factor) আছে বিবেচনায় আনা এবং বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সম্ভাবনা বা বাস্তবতা

1 Mar

লাভে শেয়ার বিক্রির সঠিক কৌশল

শেয়ার বাজারে একটা বিষয় নিয়ে অনেকেই দিধাদ্বন্দে পড়ে যায় আর তা হল যখন কোন শেয়ার কেনার পর লাভ হয় তখন এটাকে বিক্রির ক্ষেএে সিদ্বান্তহীনতায় ভুগেন।এই ক্ষেএে দুই রকম বিনিয়োগকারী পাওয়া যায় ।