Globe Securities Ltd. | Blog ;
30 Sep

শেয়ার বাজারে চার্ট এনালাইসিস কি এবং কেন?

শেয়ার বাজারে বাই সেল তথা ট্রেড করার আগে বিনিয়োগকারীরা যার যার বুদ্বিমত্তা দিয়ে বিচার বিশ্লেষন করে থাকে।কোনো কিছু নিয়ে গবেষনা বা বিশ্লেষন করাকেই ইংরেজিতে এনালাইসিস বলা হয়।শেয়ার বাজার ফরেক্স সহ যেকোনো ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে এনালাইসের উপরই নির্ভর করে ব্যর্থতা ও সফলতা।

18 Sep

শেয়ার বাজারে বিনিয়োগের পদ্ধতিঃ পর্ব-০১

সচেতন বিনিয়োগকারীর বৈশিষ্ট্য হচ্ছে বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে সে যা শুনবে, জানবে তা যাচাই করে সেইসব বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাই তথ্য নিয়ে মার্কেটে সরাসরি এসে বিনিয়োগপূর্ব যাচাই বাছাই অর্থাৎ সার্ভে করার কাজ আপনাকে করতে হবে।

12 Sep

শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা কিভাবে ভালো শেয়ার কিনবেন জেনে নিন টিপস

শেয়ার ব্যবসা করতে চান? তাহলে শেয়ার কেনার আগে আপনাকে অবশ্যই কিছু বিষয়ের ওপর লক্ষ্য রাখতে হবে। বিশেষজ্ঞদের মতামত এবং দেশ-বিদেশের বাজারের অভিজ্ঞতার আলোকে শেয়ার ব্যবসায় আগ্রহীদের জন্য কিছু মৌলিক বিষয় তুলে ধরেছে।

20 Jun

একনজরে শেয়ারবাজারের ১৭ সূত্র

শেয়ারবাজারের বিভিন্ন সিকিউরিটিজ বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বেশকিছু সূত্র বের করেছেন যাকে সিকিউরিটিজে বিনিয়োগের স্বর্ণসূত্র বলা হয়েছে

29 Mar

শেয়ারবাজার কী? এটা কীভাবে কাজ করে?

শেয়ার বাজার এমন একটি স্থান যেখানে বিভিন্ন দায়বদ্ধ পাবলিক লিমিটেড কোম্পানি যারা স্টক একচেঞ্জে নিবন্ধিত হয়ে তাদের শেয়ার বেচা কেনা করে, একে পুঁজি বাজার ও বলা হয়।

18 Mar

টেকনিক্যাল এনালাইসিস (Technical Analysis)

টেকনিক্যাল এনালাইসিস মূলত একটি শেয়ারের দামের পরিবর্তন (Price Movement) এবং গতিপ্রকৃতি লক্ষ্য করে ভবিষ্যতে একটি শেয়ারের মূল্য কেমন হতে পারে সেই বিষয়টি অনুমান করা।

6 Mar

শেয়ার ব্যবসা করতে চাইলে শিখে নিন টেকনিক্যাল এনালাইসিস

মূলত কোন একটি বিষয় নিয়ে বিষদ বিশ্লেষন বা গবেষনাই এনালাইসিস তাহলে শেয়ার বাজারে কোন একটি কোম্পানির শেয়ার নিয়ে বিষদ বিশ্লেষন বা গবেষনাকেই শেয়ার এনালাইসিস বলা হয়।

1 Mar

কম বিনিয়োগে অধিক লাভের ১৩ কৌশল

পুঁজিবাজারে বড় বিনিয়োগকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের পুঁজিকে নিরাপদ রাখার চেষ্টা করেন। বিপাকে পড়ে স্বল্প পুঁজির বিনিয়োগকারীরা।