Globe Securites Ltd. | FAQ ;

স্টক এক্সচেঞ্জ কি?

স্টক এক্সচেঞ্জ একটি সংগঠিত এবং নিয়ন্ত্রিত আর্থিক বাজার যেখানে সিকিউরিটিজ (শেয়ার এবং বন্ড) চাহিদা এবং যোগান অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে ক্রয় এবং বিক্রয় করা হয়।

বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে?

বাংলাদেশে দুইটি স্টক এক্সচেঞ্জ আছে:

  1. ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ (ডিএসই) - প্রতিষ্ঠাকাল ১৯৫৪
  2. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিঃ (সিএসই)- প্রতিষ্ঠাকাল ১৯৯৫

বি.ও একাউন্ট কি?

BO account কথাটির পূর্ণরুপ হল Beneficiary Owners account । এই একাউন্টটি Depository Participant (DP) এর মাধ্যমে Central Depository Bangladesh Limited (CDBL) এর সাথে খোলা হয়।

আমি কিভাবে একটি বি.ও হিসাব খুলব?

একটি বি.ও হিসাব খোলার জন্য ওয়েবসাইট থেকে বি.ও একাউন্ট ওপেনিং ফর্ম. ডাউনলোড করুন। ফর্মগুলি যথাযথ ভাবে পূরণ করে আপনার নিকটবর্তী গ্লোব সিকিউরিটিজ লিঃ এর যেকোনো অফিস এ দিতে হবে অথবা ইমেইল করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আমি কি অনলাইনে ট্রেড করতে পারব?

জী ,অবশ্যই অনলাইনে ট্রেড করতে পারবেন। আমাদের চমৎকার একটি ওয়েবসাইট আছে, যার মাধ্যমে অনলাইনে শেয়ার কেনা বেচা করতে পারবেন কোন প্রকার অতিরিক্ত চার্জ ছাড়া। বরং আমরা আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের উৎসাহিত করে থাকি সহজ এবং ব্যবহার উপযোগী অনলাইন ট্রেডিং প্লাটফর্মটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।

তারপর আপনি যদি আপনার অনলাইন একাউন্টে প্রবেশ করেন তাহলে অনলাইনে ট্রেড করার সবগুলো অপশন দেখতে পারবেন। আপনি সহযোগিতার জন্য আমাদের হটলাইন- ০১৯১৩৫৩২০২১-২২ এ কল দিতে পারেন অথবা আমাদের যেকোনো অফিসে যোগাযোগ করতে পারেন।

আই.পি.ও কি?

IPO এর পূর্ণরূপ হল Initial Public offering. Initial Public Offering অথবা IPO মানে হল সাধারন জনগনের কাছে ইস্যুকারী কর্তৃক সিকিউরিটিজ এর প্রথম প্রস্তাব।

আমি কিভাবে আই.পি.ও এর জন্য আবেদন করতে পারি?

সম্মানিত গ্রাহকবৃন্দ, আমাদের অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে খুব সহজেই আই.পি.ও আবেদন করতে পারবেন। তাছাড়াও আমাদের এসএমএস, ইমেইল এবং সরাসরি অফিসে এসে আবেদনের সুযোগ রয়েছে। অফিসে এসে নির্ধারিত ফর্মপূরন করে দিলে বাকি কাজ অফিস সম্পন্ন করে দিবে। শুধু আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনার আই.পি.ও আবেদনের জন্য আপনার কোডে পর্যাপ্ত টাকা রয়েছে।

আই.পি.ও করতে কমপক্ষে কত টাকা বিনিয়োগ করতে হয় ?

আই.পি.ও তে কোনো কোম্পানির শেয়ারের জন্য আবেদন করতে হলে সেকেন্ডারি মার্কেটে কমপক্ষে ৫০ হাজার টাকার বিনিয়োগ থাকতে হয় । এরপর আই.পি.ও তে আবেদন করতে হলে নির্দিষ্ট কোম্পানির রেকর্ড ডেট এ বিও হিসাবে সর্বনিম্ন সাধারন বিনিয়োগকারী এবং (NRB) প্রবাসী বিনিয়োগকারীর ক্ষেত্রে ৫০ হাজার টাকার ম্যাচিউর্ড শেয়ার (মার্কেট প্রাইস) থাকতে হবে। প্রতিটি BO হিসেবের মাধ্যমে ১০ হাজার টাকার আবেদন করতে পারেন।

গ্লোব সিকিউরিটিজ লিমিটেডে ট্রেড করার সময় কখন?

শেয়ার ট্রেডিং এর সময়ঃ প্রতিদিন বিরতিহীন ট্রেডিং সেশন সকাল ১০.০০ হতে দুপুর ২:২০ মিনিট পর্যন্ত। পোস্ট ক্লোজিং সেশন দুপুর ০২:২০ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত।

কার্যদিবসঃ রবিবার থেকে বৃহষ্পতিবার।

আপনাদের অফিসসমূহ কোথায়?

ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে অনেকগুলো শাখা এবং অনলাইন সাপোর্ট সেন্টার রয়েছে। আপনার নিকটবর্তী অফিসের ঠিকানা পেতে এখানে ক্লিক করুন।

কিভাবে আমি আমার বি.ও হিসাবে টাকা জমা দিতে পারি?

আপনার যদি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা (ডাচ-বাংলা ব্যাংক লিঃ, পূবালী ব্যাংক লিঃ এবং ব্র্যাক ব্যাংক লিঃ) থাকে যেটা আমাদের ওয়েবসাইটে বিস্তারিত বলা আছে, তাহলে আপনি খুব সহজেই অনলাইন ব্যাংক ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।

অনলাইনে টাকা জমা করার জন্য ব্যাংকের তালিকাঃ

ব্যাংকের নাম শাখার নাম হিসাবের নাম হিসাব নং রাউটিং নং
1 Pubali Bank Limited Foreign Exchange Branch Globe Securities Ltd. 2905102000862 175272321
2 Dutch Bangla Bank Ltd. Local office (Dhaka) Globe Securities Ltd. 1011100043911 090273889
3 BRAC Bank Ltd. Shantinagar Globe Securities Ltd. 1545204851240001 060274289
  • আপনি বিকাশ একাউন্ট এর মাধ্যমেও টাকা জমা দিতে পারবেন। আমাদের বিকাশ হিসাব নং- ০১৯১৩৫৩২০৩০। বিকাশে টাকা জমা দেওয়ার জন্য এই পদ্ধতি অনুসরণ করতে হবে।
  • আপনি সরাসরি অফিসে এসেও টাকা জমা দিতে পারবেন।

উল্লেখিত ব্যাংক একাউন্ট গুলোতে টাকা জমা দিয়ে ওয়েবসাইটএর মাধ্যমে আমাদেরকে জানাতে হবে। আপনার টাকা জমা দেওয়ার তথ্য পাওয়ার পরে, তাৎক্ষণিকভাবে আপনার বি.ও কোডে টাকা জমা করা হবে।

কিভাবে আমার টাকা উঠাব?

গ্লোব সিকিউরিটিজ লিঃ এর সাথে ব্যবহৃত হিসাব থেকে টাকা উঠানো এখন আগের চাইতে অনেক বেশী সহজ। চেক রিকুইজিশন দেওয়ার জন্য আপনাকে আমাদের অফিসে আসার দরকার নাই। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে (যদি আপনার ইউজার আই.ডি এবং পাসওয়ার্ড থাকে) একটি উইথড্র রিকুয়েস্ট পাঠাতে হবে। বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করে গ্লোব সিকিউরিটিজ লিঃ আপনার অনুরোধকৃত টাকা আপনার ব্যাংক একাউন্টে জমা করে দিবে। সুতরাং পুরো প্রসেসটিই অনলাইনে সম্পন্ন হয়ে যাবে কোনো ধরণের অফিসে না এসে।

তাছাড়া, আপনি গ্লোব সিকিউরিটিজ লিঃ এর যেকোনো অফিসে এসে বিইএফটিএন/চেক রিকুইজিশন ফর্ম পূরন করে দিবেন।

ট্রেড করার জন্য কোনো মোবাইল অ্যাপ আছে?

আপনার আইফোন এবং এন্ড্রোয়েড ডিভাইসে ডিএসই মোবাইল অ্যাপ্স ডাউনলোড করুন। এই অ্যাপ্স এর মাধ্যমে আপনি সরাসরি আপনার ফোন থেকে ট্রেড করতে পারবেন। আপনি ফোন থেকে ক্রয়- বিক্রয় করতে পারবেন। আপনি পাবেন পোর্টফোলিও, এলার্ট, ওয়াচলিস্ট এবং আরও অনেক কিছু। আপনি আইফোন অ্যাপ্স এখান থেকে এবং এন্ড্রোয়েড অ্যাপ্স এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

আপনারা কি কোনও টেকনিক্যাল কোর্স অথবা প্রশিক্ষণ, সেমিনারের আয়োজন করেন?

বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে আমরা নিয়মিত সেমিনার এবং অনলাইন সেশন এর আয়োজন করে থাকি। আপনি যদি আমাদের ফেসবুক গ্রুপ “Globe Investors Club” জয়েন করেন তাহলে ট্রেইনিং এবং সেমিনার সম্পর্কে নতুন তথ্য পাবেন। আপনি এই নাম্বারে- ০১৯১৩৫৩২০২১-২২ ফোন দিয়েও ট্রেইনিং সম্পর্কে জানতে পারবেন।

শেয়ার বাজারে কমপক্ষে কত টাকা বিনিয়োগ করতে হয়?

শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন যেকোনো পরিমাণ টাকা থেকে শুরু করে আপনি সর্ব্বোচ্চ যেকোনো পরিমান টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার ইচ্ছা ও সামর্থ্যর উপর। আসলে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করার জন্য ন্যূনতম কোন পরিমাণ নেই। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পরিমাণ নির্ভর করে আপনি যে কোম্পানির শেয়ার কিনছেন তার দামের উপর।
উদাহরণস্বরূপ, আপনি যে কোম্পানির শেয়ার কিনতে চান তার দাম যদি ১০০ টাকা হয়, তাহলে আপনি মাত্র ১০০ টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। যদি আমরা শেয়ার বাজারে বিনিয়োগের সর্বাধিক পরিমাণের কথা বলি, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি শেয়ার বাজারে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।

What is the Stock Exchange?

Stock Exchange is an Organized and regulated financial market where securities (shares and bonds) are bought and sold at prices governed by the forces of demand and supply.

How many Stock Exchanges in Bangladesh?

There are two stock exchanges in Bangladesh:

  1. Dhaka Stock Exchange Ltd. (DSE) - Established on 1954
  2. Chittagong Stock Exchange Ltd. (CSE)- Established on 1995

What is BO account?

The elaboration of BO account means Beneficiary Owners account. This account is opened with Central Depository Bangladesh Limited (CDBL) through a Depository Participant (DP).

How do I open a BO account?

To open a BO account, simply download the BO Account Opening Form. Once you fill it out you may either email it back to us signed or drop it off to your nearest location to open a BO account. Your document requirements are mentioned here.

Can I trade stocks/ bonds online?

Definitely you can. In fact, we encourage our investors to use our online trading platform for better and convenient trading experience. You can Trade online on this website. At first you have to register on this website.

Then if you log in into your account you will find all the options of Online Trading. Or you can call our trading hotline number 88-01913532021 to place an order or visit any one of our branches.

What is 'IPO' ?

The elaboration of IPO is Initial Public offering. Initial Public Offering or IPO means first offer of securities by an issuer to the general public.

How Can I apply for IPO?

Dear valued customers, now you can apply for IPO very easily through our online platform. we also have sms, email and physical application option. Fill out the form and we will take care of the rest. Just make sure you have enough balance in your BO account.

What is the trade time of Globe Securities Ltd?

Generally, Trading Time is from 10:30 am to 02:30 pm.

Working Days: Sunday to Thursday

Where are your locations?

We have multiple locations all over Dhaka and all over the Country. Click here to find your nearest location.

How can I make deposits into my BO account?

Now you can easily deposit into your BO account through online bank transfer system if you have any internet banking(Dutch Bangla Bank,Pubali Bank and Islami Bank) privilege which is declared in our website. Also You have a number of ways to make deposits into your BO account under Globe Securities Ltd .

List of bank accounts for online deposit :

Bank Name Branch Name Account Name Account Number Routing Number
1 Pubali Bank Limited Foreign Exchange Branch Globe Securities Ltd. 2905102000862 175272321
2 Dutch Bangla Bank Ltd. Local office (Dhaka) Globe Securities Ltd. 1011100043911 090273889
3 BRAC Bank Ltd. Shantinagar Globe Securities Ltd. 1545204851240001 060274289
  • You can make a deposit into our bkash account . Our bkash account number is 01913532030. You have to follow this procedure to deposit into our bkash account.
  • You can also make a deposit physically through our branch office or head office.

After depositing any of the following account please inform us the deposit information through our website. After we have received your deposit information, your account with Globe Securities Ltd will be credited to your BO account instantly. Please deposit in any of the following bank and login to submit corresponding form to credit your account at Globe Securities Ltd.

Please login to continue...

How can I withdraw my funds?

Withdrawing money from your account maintained with Globe Securities Ltd. has become easier than ever. You don't have to come to our office to give the cheque requisition. Only you have to send a withdraw request through our website (if you have user ID and password).

Globe Securities Ltd. will deposit your requested money to your bank account through Bangladesh Electronic Fund Transfer Network (BEFTN) which is mentioned in your BO account.Therefore, the entire process is online and you can withdraw money from your account without coming to our office at all.

Also, You can fill out the BEFTN/ cheque requisition form at your nearest branch of Globe Securities Limited.

Is there an app for trading?

Download the new DSE Mobile App for your iPhone and Android devices. This app lets you trade directly from your phone. You can Buy or Sell from the phone, You can see Portfolio,create Alerts and Watchlists and many more. Download App's for iPhone here and Android here.

Do you offer any technical courses or conduct training seminars?

We regularly arrange seminars and webinars on investment related topics. If you join our facebook group “Globe Investors Club” you will easily get update news about our training or seminars. You can also get training information by calling to this number +8801913-532021.

What is the minimum amount to invest in the share market?

If you want to apply for IPOs, typically IPOs start as low as Tk. 5,000. If you wish to invest in the secondary market, there is no minimum amount. You can start as low as Tk. 10,000. It really depends on how much you want to invest.