Globe Securities Ltd. | Apply For G-Sec ;

G-Sec

১। গভঃ সিকিউরিটিজ  বা G-Sec বা Treasury Bond কী?

একটি দেশের সরকার তার নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য আভ্যন্তরীণ ও বৈদেশিক, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। আভ্যন্তরীণ সোর্সের মধ্যে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাক্তি ও প্রাইভেট কোম্পানি, বাংলাদেশ সরকারকে ঋণ প্রদান করে থাকে। গভর্নমেন্ট বিভিন্ন instrument এর মাধ্যমে এই ঋণ নিয়ে থাকে যাকে আমরা গভঃ সিকিউরিটিজ বা সংক্ষেপে G-Sec বলে থাকি। বিভিন্ন ধরনের গভঃ সিকিউরিটিজের এর মধ্যে Treasury Bill ও Treasury Bond অন্যতম। Treasury Bill মূলত স্বল্পমেয়াদী হয়ে থাকে। এর মেয়াদ ১ বছর বা তার কম সময়ের জন্য হয়। যেমনঃ ৩ মাস, ৬ মাস ও ১ বছর। অপরদিকে Treasury Bond সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এর মেয়াদকাল ২, ৫, ১০,১৫ ও ২০ বছরের জন্য হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ড বা Bangladesh Government Treasury Bond (BGTB) তে বিনিয়োগ করে থাকেন, তার মানে হল আপনি নির্দিষ্ট মেয়াদে বাংলাদেশ সরকারকে ঋণ প্রদান করছেন যার বিনিময়ে সরকার আপনাকে প্রতি ৬ মাস অন্তর অন্তর নির্দিষ্ট হারে কুপন বা ইন্টারেস্ট প্রদান করবে এবং মেয়াদ পূর্তিতে আপনি আপনার মূল বিনিয়োগ ফেরত পাবেন। ট্রেজারি বন্ড, একটি শতভাগ নিরাপদ বিনিয়োগ কারণ, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকারের পক্ষে এই বণ্ড ইস্যু করে থাকে। তাই বন্ডের সুদ ও প্রিন্সিপাল এমাউন্ট ফেরত পাওয়া নিয়ে কোন ঝুঁকি থাকে না। অন্য কর্পোরেট বন্ডে ঝুঁকির হার অনেক বেশি থাকে কারন কোম্পানির সক্ষমতার উপর কর্পোরেট বন্ডের কুপন বা ইন্টারেস্ট পাওয়া অনেকাংশে নির্ভর করে। বর্তমানে Treasury Bond, স্টক এক্সচেঞ্জ এর নিয়ন্ত্রনাধীন যে কোন Brokerage প্রতিষ্ঠানের মাধ্যমে পুজিবাজারে ক্রয়-বিক্রয় করা যায়। 

২। G-Sec বা Treasury Bond কিভাবে কিনতে পারবো ?

Treasury Bond ২ ভাবে ক্রয় করতে পারবেন :

  • প্রাইমারি মার্কেটে বা Auction এর মাধ্যমে।
  • সেকেন্ডারি মার্কেট এর মাধ্যমে।

প্রাইমারি মার্কেট বা Auction : সাধারণত সপ্তাহের মঙ্গলবার নিলাম ক্যালেন্ডার অনুযায়ী নির্দিষ্ট মেয়াদী এই নিলাম/Auction অনুষ্ঠিত হয়ে থাকে। Auction এর  মাধ্যমে Treasury Bond কিনতে  হলে  অবশ্যই   Auction এর ২ দিন পূর্বে আপনার BO হিসাবে নির্দিষ্ট পরিমান টাকা রেখে আমাদের এসএমএস, ইমেইল এর মাধ্যমে অথবা সরাসরি অফিসে এসে আমাদের অবগত করতে হবে। Valid ইমেইল এর মাধ্যমে অথবা অফিসে এসে নির্ধারিত ফর্মপূরন করে দিলে বাকি কাজ অফিস সম্পন্ন করে দিবে। Auction এ নূন্যতম বিডের পরিমাণ এক লাখ টাকা এবং এর গুণিতক। 
সেকেন্ডারি মার্কেট : সেকেন্ডারি মার্কেটে যে কোনো সময় ট্রেজারি বন্ড ক্রয়-বিক্রয় করতে পারবেন। যেহেতু এই বন্ড গুলো সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য, তাই আপনি  তা বাজারে বিক্রয় করেও তাৎক্ষনিক তারল্যের সুবিধা পেতে পারেন ।

​৩। G-Sec বা Treasury Bond এ কেন বিনিয়োগ করব ?

​Treasury Bond, বাংলাদেশের আর্থিক খাতের সর্বোচ্চ অভিভাবক বাংলাদেশ ব্যাংক কতৃক ইস্যু করা হয়। তাই এই Bond এর Defaulter হওয়ার কোন সম্ভাবনা নেই। এটি একটি পুজিবাজারের পণ্য। তাই অনুমোদিত ব্রোকারেজ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের যে কোন প্রান্ত হতে এই বন্ডে বিনিয়োগ করা যায়। ট্রেজারি বন্ড হতে প্রতি ৬ মাস অন্তর সুদের টাকা পাওয়া যায় এবং মেয়াদ পূর্তিতে বাংলাদেশ ব্যাংক প্রিন্সিপ্যাল এমাউন্ট ফেরত দিয়ে দেয়। Treasury Bond এ বিনিয়োগ করলে TDS এ ৫% ট্যাক্স কাটা হয় যা অন্য যে কোন বিনিয়োগ থেকে অনেক কম। আবার বন্ডের coupon রেট যদি মার্কেট Yeild রেট থেকে বেশী হয়, তাহলে স্বাভাবিক ভাবেই বন্ডের প্রাইস বেড়ে গিয়ে premium এ sell হবে। তখন নির্ধারিত হারে সুদের পাশাপাশি প্রয়োজনে বিক্রি করে Capital Gain ও প্রাপ্তি সম্ভব।