;
গ্লোব সিকিউরিটিজ লিঃ এ অনলাইনে এখন দুই ভাবে বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন :
১। CDBL এর মাধ্যমে যে কেউ বিও অ্যাকাউন্ট করতে পারবেন যাদের NID আছে। CDBL এর মাধ্যমে সরাসরি বিও অ্যাকাউন্ট করতে লিঙ্কে ক্লিক করুনঃ www.cdbl.com.bd/bo। সেক্ষেত্রে ডিপি অপশন দেয়ার পর "Globe Securities Ltd" নির্বাচন করতে হবে। বিও অ্যাকাউন্ট করার নীতিমালা এবং বিও অ্যাকাউন্ট করতে যা প্রয়োজন সেগুলি জানতে নিচের বাটনে ক্লিক করুন।
২। গ্লোব সিকিউরিটিজ লিঃ এর ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র NRB (Non-Resident Bangladeshi) যাদের NID নাই এবং NITA A/C আছে তারা বিও অ্যাকাউন্ট করতে পারবেন। সেক্ষেত্রে বিও ফর্ম Download করে বিও অ্যাকাউন্টকারীর স্বাক্ষরসহ যথাযথভাবে পূরণ করতে হবে। বিও অ্যাকাউন্ট করার নীতিমালা এবং বিও অ্যাকাউন্ট করতে যা প্রয়োজন সেগুলি জানতে নিচের বাটনে ক্লিক করুন।
বিঃদ্রঃ বিও অ্যাকাউন্টকারীর চেহারা এবং Govt. ইস্যুকৃত পাসপোর্ট সহ সেলফি বিও ফর্মের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক। প্রয়োজনে নিচের ফর্মেট দেখে নিতে পারেন।
আপনার বিও অ্যাকাউন্টটি খোলার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পুরনকৃত ফর্মসহ অনান্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে গ্লোব সিকিউরিটিজ লিঃ এর এই ইমেইলে support@globedse.com পাঠিয়ে দিতে হবে। এরপর আমরা বিও অ্যাকাউন্টকারীর সাথে যোগাযোগ করে বিও অ্যাকাউন্ট করার প্রক্রিয়া সম্পন্ন করব।
Globe securities Limited
TREC No.- 189
Dhaka Stock Exchange Limited, Room No.- 302 & 314
Stock Exchange Building, 9/F, Motijheel C/A
Dhaka- 1000, Bangladesh.
১। একজন আবেদনকারীকে একটি বিও হিসাব খুলতে অবশ্যই তিনটি ফর্ম পূরণ করতে হবে, যা নিম্নরূপ:
গ্রাহক হিসাব তথ্য ফর্ম (ফর্ম- আইএ)
বিও হিসাব খোলার ফর্ম (ফর্ম -০২)
বিও হিসাব নমিনী ফর্ম (ফর্ম-২৩)
এটর্নি মনোনয়ন ফর্ম (ফরম-২০) যদি এটর্নি মনোনীত করা হয়
২। একজন আবেদনকারীকে অবশ্যই এটর্নি /অথোরাইজ নিয়োগের ক্ষেত্রে একই ব্যাক্তিকে মনোনীত করতে হবে এবং এ ক্ষেত্রে বিশেষ নির্দেশনার ঘরে অথোরাইজ ব্যাক্তির কার্যক্রম এবং সময়সীমা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে৷
৩। আবেদন ফর্মটি অবশ্যই স্পষ্ট অক্ষরে সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে পূরণ করতে হবে (কোনও প্রকার কাটাকাটি , ঘষামাজা , পরিবর্তন ও ফ্লুইড ব্যবহার অগ্রহনযোগ্য)।
৪। আবেদনকারীর সদ্যতোলা পাসপোর্ট সাইজ দুই কপি রঙিন ছবি (সনাক্তকারী কর্তৃক সত্যায়িত) ফর্মের নির্ধারিত স্থানে যুক্ত করতে হবে। সাদা কালো এবং স্ক্যানিং ছবি অগ্রহনযোগ্য।
৫। আবেদনকারীর একজন সনাক্তকারী থাকা অপরিহার্য। উক্ত সনাক্তকারীকে অবশ্যই গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এর হিসাবধারী হতে হবে। আবেদনকারীর ছবি উক্ত সনাক্তকারী কর্তৃক সত্যায়িত হতে হবে।
৬। একজন বিনিয়োগকারী (প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারী ব্যতীত) একাধিক হিসাব (BO Account) খুলতে পারবেননা। তবে নিজের একক নামে ছাডাও যৌথ নামে (Joint Account) আরেকটি হিসাব (মোট ২টি) খুলতে পারবেন।
৭। 'ফর্ম ২৩' হিসাবধারীর নমিনীর তথ্য দিয়ে পূরণ করতে হবে। নমিনীর ফর্মে সদ্যতোলা এককপি ছবি এবং স্বাক্ষর অপরিহার্য। নমিনীর ছবিটি হিসাবধারী কর্তৃক সত্যায়িত হতে হবে।
৮। জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট এর ফটোকপি এবং এর সহিত আবেদনকারীর ব্যাংক স্টেটমেন্ট/চেকের পাতার ফটোকপি অবশ্যই আবেদনপত্রে সংযুক্ত করতে হবে।
৯। Non-Resident Bangladeshi (NRB) BO Account: বিদেশে অবস্থানরত কোন বিনিয়োগকারী যদি NRB BO A/C Open করতে চান তাহলে উক্ত বিনিয়োগকারীকে Client Account এবং NRB BO A/C Opening Form-এর সাথে পাসপোর্টের সত্যায়িত কপি জমা দিতে হবে। NRB Account পরিচালনার জন্য একজনকে Power of Attorney প্রদান করতে হবে। NRB Account Holder শেয়ার বিক্রয় করার পর চেক/পে-অর্ডার জমা করার জন্য উক্ত NRB Account Holder এর নামে যেকোন Schedule Bank-এ একটি সাধারন ব্যাংক একাউন্ট খুলতে হবে। সদস্য ফার্মে শেয়ার বিক্রয়ের বিপরীতে উক্ত সাধারণ ব্যাংক একাউন্টে চেক জমা করতে পারবেন। উক্ত সাধারন ব্যাংক একাউন্ট পরিচালনা করার জন্য ব্যাংক আইন অনুযায়ী NRB Account Holder একজনকে Power of attorney প্রদান করতে পারবেন।
১০। NITA/FC একাউণ্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহঃ
৫ কপি পাসপোর্ট সাইজ ছবি।
বৈধ পাসপোর্টের ফটোকপি
নমিনীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (ছবি আবেদনকারী কর্তৃক সত্যায়িত হতে হবে)
পূরণকৃত একাউন্ট ওপেনিং ফর্ম
পূরণকৃত বি.ও একাউন্ট ওপেনিং ফর্ম.
১১। NRB হিসাবের ক্ষেত্রে ফরম এর দ্বিতীয় পাতায় Contact Details ঘরে হিসাবধারীর Local Address লিখতে হবে।
১২। Non-resident Investors Taka Account (NITA): NITA হিসাবের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীগন ব্যাংকের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতি অনুসরন করে বৈদেশিক মুদ্রায় সিকিউরিটিজ ক্রয় করা যাবে।
ক) যেকোন অনুমোদিত ডিলার/ব্যাংকের মাধ্যমে একটি NITA হিসাব খুলতে হবে যাতে বৈদেশিক মুদ্রা সাধারন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সহজে রূপান্তরযোগ্য হয়। খ) NITA হিসাবের Balance ব্যবহার করে সহজেই বাংলাদেশী শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় করা যেতে পারে। এখানে বর্হিগমন রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে। গ) NITA হিসাবটি একাউন্ট হোল্ডার নিজে অথবা তার নোমিনী অথবা অথরাইজড ডিলার দ্বারা পরিচালনা করতে পারেন। ঘ) লভ্যাংশ/মুনাফা যা শেয়ার বা সিকিউরিটিজ ক্রয়ের মাধ্যমে অর্জিত হয় বা NITA হিসাবের মাধ্যমে ক্রয়কৃত শেয়ার বা সিকিউরিটিজের বিক্রয়কৃত অর্থ NITA হিসাবে জমা করা যাবে। উল্লেখ্য যে, NITA হিসাব হতে শুধুই শেয়ার ক্রয় বা বিক্রয় করা সম্ভব এবং প্রযোজনে আপনার জমাকৃত অর্থ শেয়ারবাজারের লাভ সহ দেশের বাইরে তথা আপনি বিদেশে যেথানে অবস্থান করছেন সেখানে পাওয়া সম্ভব।
১৩। যদি Power of Attorney মনোনীত করা হয়, তাহলে Power of Attorney জন্য POA 'ফরম ২০' পূরণ করতে হবে, ফর্মে উল্লেখিত এটর্নির ছবি (হিসাবধারী কর্তৃক সত্যায়িত) সংযুক্ত করতে হবে।
১৪। হিসাব খুলার সময় একজন বিনিয়োগকারীকে CDBL Laws অনুযায়ী Terms & Conditions (শর্তাবলী) ভালভাবে পড়ে স্বাক্ষর করা উচিত।
১৫। যদি হিসাবধারী কর্তৃক স্বাক্ষর English-এ হয় তাহলে তা Capital Letters এ অগ্রহনযোগ্য।
১৬। যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বিও হিসাব খোলার ফর্ম, ছবি, দরকারি কাগজপত্র এবং টাকা জমা দিতে পারবেন না, তারা কুরিয়ার বা অন্য যেকোন মাধ্যমে সকল পূরণকৃত ফর্ম, ছবি, দরকারি কাগজপত্র ও গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এর অনুকূলে একটি ৫০০ টাকার পে অর্ডার নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে পারবেন।
গ্লোব সিকিউরিটিজ লিমিটেড
ট্রেক নং- ১৮৯
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, রুম নং- ৩০২ এবং ৩১৪
স্টক এক্সচেঞ্জ বিল্ডিং, ৯/এফ, মতিঝিল বা/এ
ঢাকা-১০০০, বাংলাদেশ।