;
গ্লোব সিকিউরিটিজ লিমিটেড সম্মানীত বিনিয়োগকারীদের সুবিধার্তে নিয়ে এলো সকল প্রকার আই,পি,ও আবেদন পদ্ধতি। একপলকে দেখে নিন সকল পদ্ধতি এবং আপনার সুবিধামত যেকোনো একটি পদ্ধতিতে আই,পি,ও আবেদন করুনঃ
০১. মোবাইল এস,এম,এস এর মাধ্যমে আই,পি,ও আবেদনঃ
IPO আবেদন করার নাম্বারঃ 04445657777
আবেদন করার পদ্ধতিঃ
আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে প্রবেশ করুন এবং টাইপ করুনঃ
IPO
০২. গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এর ওয়েবসাইট- www.globedse.com এর মাধ্যমে আই,পি,ও আবেদনঃ
অনলাইন IPO Application পদ্ধতি -
প্রথমে যা করতে হবে Globedse.com এ আপনার একাউন্ট করা থাকলে আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ড্যাশবোর্ড এ প্রবেশ করতে হবে এবং বামপার্শ্বে IPO Application ট্যাব এ ক্লিক করতে হবে । আপনি Account Code এ গিয়ে যেই কোডগুলোতে IPO আবেদন করতে চান সেই কোডগুলো সিলেক্ট করতে হবে। তারপর Name of the Company/Fund এ গিয়ে চলমান IPO কোম্পানির নাম সিলেক্ট করতে হবে এবং পরিশেষে Apply বাটনে ক্লিক করার মাধ্যমে IPO আবেদন শেষ করতে হবে।
০৩. সরাসরি গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এর যেকোনো একটি অফিসে এসে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আই,পি,ও আবেদনঃ
গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এর ঢাকা এবং ঢাকার বাইরে অবস্থিত আপনার সুবিধামত যেকোনো অফিসে গিয়ে অফিস কর্তৃক নির্ধারিত ফর্ম পূরণ করে দিতে হবে। আই,পি,ও আবেদন করার জন্য আপনার একাউন্টে যদি নির্দিষ্ট পরিমান টাকা থাকে তাহলে অফিস কর্তৃপক্ষ অত্র কার্যদিবসের মধ্যে আপনার আবেদন সম্পন্ন করে দিবে।