Globe Securities Ltd. | Post Details ;
2 Aug

শেয়ারে বিনিয়োগ কেন করবেন?

০১. শেয়ার বিনিয়োগ হচ্ছে এমন একটি বিনিয়োগ যার জন্য আপনাকে দৈনিক খুব কম সময় ব্যয় করলেই চলবে।

০২. শেয়ার বিনিয়োগের জন্য প্রচুর মূলধন প্রয়োজন নেই।

০৩.  শেয়ার বিনিয়োগ অপেক্ষাকৃত কম সময়ে শেখা যায় এবং বুদ্ধিমত্তার সাথে সঠিক বিনিয়োগ করলে ভাল মুনাফা করা সম্ভব। বিপরীতদিকে বেশী লোভের বশবর্তী হয়ে ভুল বিনিয়োগ করলে মূলধন খোয়াতে পারেন।  

০৪. অন্য যে কোন পেশায় থেকেও শেয়ারে বিনিয়োগ করতে কোন বাধা নেই।

০৫.  তাহলে এমন একটি সম্ভাবনাময় বিনিয়োগ থেকে কেন দূরে থাকবেন? বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন প্রচুর মানুষ শেয়ার বিনিয়োগে ঝুঁকে পড়ছে, কেউ খন্ডকালীন বা কেউ র্পূণকালীন ভাবে, এবং তারা বুদ্ধিমত্তার সহিত সঠিক বিনিয়োগে প্রচুর লাভ করছে। আমাদের দেশেও বিনিয়োগকারীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার বাজার হলো সঠিক ও সম্ভাবনাময় বিনিয়োগের মাধ্যমে সৎভাবে কম সময়ে ধনী হওয়ার চমৎকার একটি মাধ্যম। তাহলে আপনার যদি শেয়ার বাজার সম্পর্কে সঠিক ধারনা থাকে এবং কিছু পুঁজি থাকে তাহলে কেন শেয়ার বাজার থেকে দূরে থাকবেন? আপনি কি জানেন শেয়ার বা পুঁজিবাজারে ২৬,৩৭,১১২ জন (৩০/০৭/২০১৮ ইং রিপোর্ট অনুযায়ী)  বিনিয়োগে যুক্ত আছেন।

 

টীকাঃ শেয়ার ব্যবসা না বলে শেয়ার বিনিয়োগ বলাই যথার্থ।

Comments