;
গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এর ওয়েবসাইটে আপনার অনলাইন প্রোফাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তারপর বামপাশে সাইডবারে আপনি নিচের মত My Profile ট্যাব দেখতে পারবেন। এখন My Profile ট্যাব এ ক্লিক করুন।
My Profile ট্যাব এ ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইল পেইজ এ প্রবেশ করবেন। তারপর আপনি Link BO Account এই লিংক এ ক্লিক করলে বিও একাউন্ট কোড সংযুক্ত করার অপশন পাবেন।
আপনার একাউন্ট কোডটি দিন এবং Submit বাটন এ ক্লিক করুন। আপনি একটি অনলাইন প্রোফাইলে সর্বোচ্চ বিশটি একাউন্ট কোড সংযুক্ত করতে পারবেন।
আপনার সংযুক্ত একাউন্ট কোড গুলো ডান পাশের কর্ণারে দেখতে পারবেন।