;
গ্লোব সিকিউরিটিজ লিঃ এর সম্মানিত বিনিয়োগকারীদের জন্য রয়েছে ঝামেলামুক্ত টাকা জমা দেয়া এবং উঠানোর পদ্ধতি। আমাদের অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে আমাদের অফিসে না এসে খুব সহজেই টাকা জমা দিতে পারবেন।
অনলাইনে টাকা ডিপোজিট করার পদ্ধতি
ব্যাংকের নাম | শাখার নাম | হিসাবের নাম | হিসাব নং | রাউটিং নং | |
---|---|---|---|---|---|
1 | Pubali Bank Limited | Foreign Exchange Branch | Globe Securities Ltd. | 2905102000862 | 175272321 |
2 | Dutch Bangla Bank Ltd. | Local office (Dhaka) | Globe Securities Ltd. | 1011100043911 | 090273889 |
3 | BRAC Bank Ltd. | Shantinagar | Globe Securities Ltd. | 1545204851240001 | 060274289 |
সরাসরি অফিসে এসে টাকা ডিপোজিট করার পদ্ধতি
সম্মানিত গ্রাহকবৃন্দ ঢাকা এবং ঢাকার বাইরে অবস্থিত যেকোনো শাখায় এসে সরাসরি টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দেয়ার সাথে সাথেই গ্রাহককে কোম্পানীর অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষরসহ একটি জমা স্লিপ দেয়া হবে।
অনলাইনের মাধ্যমে টাকা উঠানোর পদ্ধতি
গ্লোব সিকিউরিটিজ লিঃ এ গ্রাহকের বি,ও কোড থেকে টাকা উত্তোলন এখন পূর্বের চেয়ে অনেক সহজ। চেক রিকুইজিশন দেওয়ার জন্য আপনাকে আমাদের অফিসে আসার প্রয়োজন নেই। বি,ও একাউন্ট ফর্মে আপনার প্রদানকৃত ব্যাংকের তথ্য যদি সঠিকভাবে দেয়া থাকে অর্থাৎ ব্যাংকের নাম, শাখার নাম, একাউন্ট হোল্ডারের নাম, এম,আই,সি,আর নম্বর এবং রাউটিং নম্বর দেয়া থাকে তাহলে আপনার ব্যাংক একাউন্টে সরাসরি টাকা ডিপোজিট হয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে অনলাইনে।
এজন্য আপনাকে যা করতে হবে- “Withdraw Form” ট্যাব এ ক্লিক করে “Withdrawal Amount” অপশনে গিয়ে আপনি যে পরিমান টাকা উঠাতে চান তা উল্লেখ করুন। তারপর “Withdrawal Date” এ গিয়ে তারিখ উল্লেখ করুন এবং “Submit” বাটনে ক্লিক করুন। আপনার টাকা ম্যাচুরিটি থাকলে ০৩ কার্যদিবসের মধ্যে ব্যাংক একাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে।
9 Days Matured Balance: এই ট্যাব এ ক্লিক করলে আগামী ৯ দিনের ম্যাচুউড টাকার পরিমান দেখতে পারবেন।
Online Withdrawal Requests: এই ট্যাব এ ক্লিক করলে অনলাইনে উইথড্রয়াল আবেদনের প্রেক্ষিতে স্ট্যাটাস দেখতে পারবেন। যদি আপনার আবেদন গ্লোব থেকে অনুমোদিত হয় তবে “Approve” কথাটি লেখা থাকবে। যদি গ্লোব থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করে তবে “Pending” কথাটি লেখা থাকবে। উইথড্রয়াল আবেদন যদি গ্রহণযোগ্য না হয় তবে “Rejected” শব্দটি দেখতে পারবেন। ক্লায়েন্ট যদি উইথড্রয়াল আবেদন পাঠানোর পরে আবার আবেদন বাতিল করে তাহলে “Cancelled” কথাটি দেখতে পারবেন।
Withdrawal History: এই ট্যাব এ ক্লিক করলে সর্বশেষ ১০ টি উইথড্রয়াল তথ্য দেখতে পারবেন।
For Globe Securities Ltd.'s valued investors, there is a hassle-free way to deposit and withdraw money. Using our online platform, you can easily deposit money without coming to our office.
How to deposit money in online
Bank Name | Branch Name | Account Name | Account Number | Routing Number | |
---|---|---|---|---|---|
1 | Pubali Bank Limited | Foreign Exchange Branch | Globe Securities Ltd. | 2905102000862 | 175272321 |
2 | Dutch Bangla Bank Ltd. | Local office (Dhaka) | Globe Securities Ltd. | 1011100043911 | 090273889 |
3 | BRAC Bank Ltd. | Shantinagar | Globe Securities Ltd. | 1545204851240001 | 060274289 |
How to deposit money through bKash
The way to deposit money at direct office
The respected investors will be able to directly deposit money at any branch located in Dhaka and outside of Dhaka. As soon as the money is submitted, the customer will be given a deposit slip with the signature of the company's authorized officer.
How to withdraw money online
Money withdrawn is a lot of easier than before from client’s B.O code at Globe Securities Ltd. You do not need to come to our office to apply for a check requisition. If you have given the bank information provided in the B.O account form, i.e, bank name, branch name, account holder name, M. I. C.R number and routing number are given, then your money will be deposited directly in the bank. This whole process will be completed at online.
For this, you have to click on the "Withdraw Form" tab and enter the amount of money you want to withdraw from the "Withdrawal Amount" option. Then go to "Withdrawal Date" and enter the date and click on the "Submit" button. If you have matured money, your money will be deposited in a bank account within 03 working days.
9 Days Matured Balance: By clicking on this tab you will see the amount of matured money for 9 days.
Online Withdrawal Requests: By clicking on this tab you will view the status of the request for withdrawal applications online. If your application is approved from the Globe then you view the word "Approve" will be written.
Pending: If there is no action taken from the globe, then the word "Pending" will be written.
Rejected: If the withdrawal application is not acceptable then you can see the word "Rejected".
Cancelled: If the client refuses the application after sending a withdrawal application then you can see the word "Cancelled".
Withdrawal History: Clicking on this tab you can view the last 10 withdrawal information.