;
গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এর ওয়েবসাইটে আপনার অনলাইন প্রোফাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তারপর বামপাশে সাইডবারে আপনি নিচের মত Live Market ট্যাব দেখতে পারবেন। এখন Live Market ট্যাব এ ক্লিক করুন।
আপনি Live Market ট্যাব এর ডান কর্ণার এ ক্লিক করলে তিনটি অপশন পাবেন।
এখন All Instrument Board ট্যাব এ ক্লিক করুন।
All Instrument Board ট্যাব এ ক্লিক করার পর আপনি সকল Instrument এর তথ্য একসাথে দেখতে পারবেন। এই Instrument বোর্ড প্রতি দশ সেকেন্ড পর পর আপডেট হয়।
আপনি যদি মনে করেন নিজের মত করে আপনি আপনার Instrument Board সাজাবেন, আপনি সেটা খুব সহজেই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন । এর জন্য আপনি সাইডবার থেকে Select Instruments এই ট্যাব এ ক্লিক করুন।
আপনি নিচের মত আপনার পারসোনাল Instrument বোর্ড দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি একেবারে নতুন ইউজার হন তাহলে আপনার বোর্ডটি খালি দেখাবে।
এরপর আপনি পচ্ছন্দমত এবং পছন্দের ক্রম অনুসারে আপনার পারসোনাল Instrument বোর্ড সাজাতে পারবেন।
আপনি Instrument সিলেক্ট করে Set priority অপশন এর মাধ্যমে যত নম্বর এ Instrument টি দেখতে চান সেটা নির্বাচন করতে পারবেন।
আপনি ইচ্ছে করলে যেকোন Instrument আপনার Instrument বোর্ড থেকে বাদ দিতে পারবেন।
এখন আপনি পারসোনাল বোর্ড ট্যাব এ ক্লিক করলে আপনার পারসোনাল বোর্ডটি দেখতে পারবেন।
আপনি আপনার পারসোনাল বোর্ড এ সর্বোচ্চ ২০ টি Instrument রাখতে পারবেন ।
আপনি আপনার পারসোনাল বোর্ডটি ড্যাসবোর্ডেও দেখতে পারবেন ।