Globe Securities Ltd. | Blog ;
3 Oct

শেয়ার বাজারে শুরু করতে পারেন ডে ট্রেডিং

ক্ষুদ্র ও বড় যে কোনো ধরনের বিনিয়োগকারী ইচ্ছা করলেই ডে ট্রেডিং করতে পারে এতে কোনো বাধা নেই।তবে শুধু মাত্র শেয়ার বাজারের উপর নির্ভরশীল অধিকাংশ বিনিয়োগকারী ই ডে ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন।

30 Sep

শেয়ার বাজারে চার্ট এনালাইসিস কি এবং কেন?

শেয়ার বাজারে বাই সেল তথা ট্রেড করার আগে বিনিয়োগকারীরা যার যার বুদ্বিমত্তা দিয়ে বিচার বিশ্লেষন করে থাকে।কোনো কিছু নিয়ে গবেষনা বা বিশ্লেষন করাকেই ইংরেজিতে এনালাইসিস বলা হয়।শেয়ার বাজার ফরেক্স সহ যেকোনো ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে এনালাইসের উপরই নির্ভর করে ব্যর্থতা ও সফলতা।

9 Jul

সফল শেয়ার ব্যবসায়ী হতে হলে যে ৫ গুন থাকতে হবে

একজন সফল শেয়ার ব্যবসায়ী হতে হলে পাঁচটি মূল বৈশিষ্ট্য থাকতে হবে যা প্রত্যেক বিনিয়োগকারীর অর্জন করা উচিৎ।

18 Mar

টেকনিক্যাল এনালাইসিস (Technical Analysis)

টেকনিক্যাল এনালাইসিস মূলত একটি শেয়ারের দামের পরিবর্তন (Price Movement) এবং গতিপ্রকৃতি লক্ষ্য করে ভবিষ্যতে একটি শেয়ারের মূল্য কেমন হতে পারে সেই বিষয়টি অনুমান করা।

6 Mar

শেয়ার ব্যবসা করতে চাইলে শিখে নিন টেকনিক্যাল এনালাইসিস

মূলত কোন একটি বিষয় নিয়ে বিষদ বিশ্লেষন বা গবেষনাই এনালাইসিস তাহলে শেয়ার বাজারে কোন একটি কোম্পানির শেয়ার নিয়ে বিষদ বিশ্লেষন বা গবেষনাকেই শেয়ার এনালাইসিস বলা হয়।

5 Mar

শেয়ার ব্যবসায় সফল হওয়ার টিপস

আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে লেখাটি পড়ে ফেলুন, কাজে লাগবে।